বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কারেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
গতকাল শনিবার দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করে বিএফইউজে ও ডিইউজে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, বর্তমান সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক খুরশীদ আলম, সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, বর্তমান সহ সভাপতি রফিক মোহাম্মদ, রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, কোষাধাক্ষ্য খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসেন, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, দফতর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, কার্যনির্বহী সদস্য এইচ এম আল আমিন প্রমুখ।