সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে রং তুলির আঁচড়ে সাজছে যশোমাধবের রথ

ওয়াসিম হোসেন (ধামরাই) ঢাকা :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে এরইমধ্যে রথের সাজসজ্জার কাজ প্রায়ই শেষের পথে। ধামরাই বাজার এলাকার রথখোলায় গিয়ে দেখা যায় রংশিল্পীরা রথ সাজানোর কাজ করছেন। রথযাত্রা উপলক্ষে সাজসজ্জার কার্যক্রম চলছে বলে জানান আয়োজকরা। ধামরাই রথখোলা এলাকায় মহাদেব ঢালী নামে এক রংশিল্পী বলেন, ’গত ৩৫ বছর ধরে রথের সাজসজ্জার কাজ করে আসছি। এ বছরও গত কয়েকদিন ধরে এখানে রথ সাজানোর কাজ করছি। আগামী এক দুইদিনে কাজ শেষ হবে।’ চন্দন রায় নামে আরেক রংশিল্পী বলেন, ’রথের খুঁটি, দেবতাদের প্রতিকৃতিসহ সব রং করা হয়েছে। আগামী এক দুইদিনে অন্যান্য কাজও সম্পন্ন হয়ে যাবে।’ রথযাত্রার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রা ও রথমেলা উপলক্ষে রথের সাজসজ্জা ও পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে। রঙের কিছু কাজ চলছে। বাকি কাজও দ্রুত শেষ হবে। এরপর রথটান হবে। এছাড়া মাসব্যাপী মেলা হবে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ’হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে। সেই সাথে রথমেলায় সাদা পোশাকে পুলিমসহ গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন থাকবে। সেই সাথে পুলিশের পক্ষ থেকে রথের নিরাপত্তা নিশ্চিত করবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com