শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরী থেকে ১২৭ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ দুই মাদক কারবাবি-কে আটক করেছে র্যাব-১৪। সোমবার ১৯ জুন মধ্য রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে।এসময় আটকৃতদের কাছ থেকে দুটি সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত সাইদুল ইসলাম(২৭) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং আব্দুল কাশেম(২৪) একই গ্রামের লাল মিয়ার ছেলে। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। এবিষয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এরকম অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।