সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় ১৯ জুন সোমবার সকাল ১১ টায় সাতকানিয়া সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৫ লক্ষ গাছ লাগানো হবে। সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সমূহেও এই গাছের চারা লাগানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার গাছ লাগানো হবে। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মাহবুব, সহকারি শিক্ষা অফিসার মীর কাশেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভার শাখার সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফরহাদুল ইসলাম প্রমুখ।