নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ সরকারের কৃষি প্রনোদনার আওতায় খরিপ-২ মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ৬৫০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ৫ কেজি রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। এবছরে রোপা আমন ধানের লক্ষ্য মাত্রা বাড়ানোর জন্য ৬৫০ বিঘা জমিতে বীজ বপনের জন্য নির্ধারণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুরা নরসিংদীর আয়োজনে রায়পুরা উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, নাছিমা আক্তার প্রমুখ।