চট্টগ্রাম শহরের জামালখান এলাকায় বিএনপি-যুবদল-ছাত্রদল কর্তৃক ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধ কামান্ড কাউন্সিল লামার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় লামা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বান্দরবান জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কান্তি দাশ,।লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা, পৌর শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ১৪ জুন যুবদলের সমাবেশে যাওয়ার সময় তাদের উগ্র কর্মীদের এ ধরনের হামলা চরম ধৃষ্টতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান প্রদর্শন, যা পুরো জাতিকে হতভম্ব ও ব্যথিত করেছে।এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। জাতির পিতার ম্যুরাল ভাঙচুর কেবল স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধীরাই করতে পারে।অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কাঠগড়ায় দাড় করার জোর দাবী জানান বক্তারা।