মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ঈশ্বরগঞ্জে খামারিদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় খামারিদের মাঝে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার বেলা দশটার দিকে পৌর এলাকার দত্তপাড়া গ্রামে নতুন বাসস্ট্যান্ডে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২১০ জন খামারি সদস্যদের মাঝে ওই খাদ্য বিতরণ করা হয়। এতে একজন সদস্য মোট ৩৯ কেজি করে গো-খাদ্য পেয়েছে। সাতটি পিজিতে বিতরণকৃত গবাদিপশুর খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-ডেইরি ফিড (গাভীর খাদ্য) ২৫ কেজি, বাছুরের খাদ্য ১০ কেজি, ডিসিবি ও ভিটামিন মিনারেল ফিমিক্স ৪ কেজি। এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন কোরবানি হাটে প্রতিদিন সেবা প্রদান করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। বিতরণের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, ডেইরি এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুল মাওয়া, কর্মকর্তা- কর্মচারী ও উপকারভোগী পিজি সদস্যবৃন্দ। এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, দেশে দুধের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সমন্বিত এসব উদ্যোগের কারণে স্বল্প সময়ের মধ্যেই আমরা মাংস ও ডিমের পাশাপাশি দুধেও স্বয়ং সম্পূর্ণ হতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা দিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com