বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

ভারত থেকে আমাদের টাকা আসে না কিন্তু যায় : গয়েশ্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করা গেলেও ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়। এ সময় তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে আবোল-তাবোল বকছে সরকার।
গতকাল রোববার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ।
গয়েশ্বর রায় বলেন, ‘আমেরিকার বিরুদ্ধে আবোল-তাবোল বলতেছে, সেন্টমার্টিন দিয়ে দিলে নাকি তারা ক্ষমতায় রাখবে। দেশটা দিয়ে দিলেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত তবে সে কাজটা করতেও দ্বিধাবোধ করত না।’ বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী পশু-পাখির মতো বাংলাদেশের মানুষকে মারছে বলে দাবি করে গয়েশ্বর রায় বলেন, ‘কিন্তু সরকার একটা প্রতিবাদ করার সাহস পায় না। কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ করে, চিন্তা করেন! আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। কিন্তু আমদানি করে না। ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা বলছেন- এই মুহূর্তে দরকার জনগণের সরকার। কিন্তু কিছু ঘুষখোর দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন, আমার জীবনের জন্য দরকার আওয়ামী লীগ সরকার।’ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com