সবার মুখে ফুটুক হাসি, ঈদ আনন্দকে ভাগ করে নিতে জয়প্রুহাট ও পাঁচবিবিতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২ হাজার গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করে আবারো আলোচনায় উঠে এলেন শিখা ট্রাস্টের চেয়ারম্যান ও জনগণের মেয়র ছাবেকুন নাহার শিখা। গত ২৯ জুন পবিত্র ঈদুল আযাহার দিন জয়পুরহাট শহরে গরিব, দুঃখী অসহায় মানুষকে সাড়ে ৪শ কেজি (প্রতি প্যাকেট জন প্রতি ১ কেজি) গরুর গোস্ত বিতরণের মধ্যে দিয়ে শুরু করেন এ কার্যক্রম। পরদিন শুক্রবার পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে তিনি এ কার্যক্রম চালান। শেষে বিকেলে পাঁচবিবি পৌর শহরের সমিরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুরবানীর গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে গরুর গোশত বিতরণ করেন, শিখা ট্রাস্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি সাবেকুন নাহার শিখা।এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের সদস্য ও জীবনসঙ্গী শাহ কামাল রাসেল। সার্বিক সহযোগিতায় ছিলেন, সোহেল মামুন ও রায়হান কবীর রাজু। ২০টি গরু কোরবানী দিয়ে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের গোস্ত বিতরণ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। যা গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছে। প্রধান অতিথি শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, পৌর নির্বাচন পরবর্তী গত এক বছর থেকে আপনারা আমার পাশে আছেন, সুখে দুঃখে খোঁজ খবর নিয়েছেন, তাই আমি চাই আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে, সেবা করে যেতে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় কিছু করতে পারি, আপনাদেরকে আরো বেশি কিছু দিতে পারি।