নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচ-ের চমকপ্রদ মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে। তিনি বলেছেন, নেপালে বসতি স্থাপন করা একজন ভারতীয় ব্যবসায়ী তাকে প্রধানমন্ত্রী করার জন্য ‘একবার চেষ্টা চালিয়েছিলেন।’ বিরোধীরা ইতিমধ্যে প্রচ-ের পদত্যাগ দাবি করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন। গতকাল সোমবার ‘রোডস টু দ্য ভ্যালি: দ্য লিগেসি অব সর্দার প্রীতম সিং ইন নেপাল’ বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানে প্রচন্ড বিতর্কিত মন্তব্যটি করেন।
প্রচ- বলেছিলেন, ‘তিনি (সিং) একবার আমাকে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করেছিলেন। তিনি বেশ কয়েকবার দিল্লি ভ্রমণ করেছেন এবং আমাকে প্রধানমন্ত্রী করার জন্য কাঠমান্ডুতে রাজনৈতিক নেতাদের সাথে একাধিক দফা আলোচনা করেছেন।
তিনি জানান, নেপাল-ভারত সম্পর্ক বাড়াতে প্রীতম সিং বিশেষ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নেপালের প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার জাতীয় পরিষদের বৈঠকে বাধা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বৈঠক স্থগিত করা হয়েছে। দলটির চেয়ারম্যান কেপি শর্মা অলি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চান, তার মন্তব্যের স্পষ্টীকরণ নয়।