মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

কুমিল্লার নতুন ডিসি খন্দকার মুশফিকুর

মোক্তার হোসেন জেলা প্রতিনিধি কুমিল্লা
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

দেশের গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা’র নতুন ও নবাগত ডিসি (জেলা প্রশাসক) হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার মুঃ মুশফিকুর রহমান। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন। জানা যায় যে, নবাগত খন্দকার মুশফিকুর কুমিল্লার বর্তমান ডিসি শামীম আলমের স্থলাভিষিক্ত হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন। আর ডিসি শামীমকে চট্রগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন এ ডিসি নিয়োগ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করেন সচেতন মহল। নতুন ও নবাগত ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান মাঠ পর্যায়ে সরকারি বিভিন্নস্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস (একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের বাবা। দেশের বর্তমান রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন এর নিজ জেলা পাবনার সন্তান কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) মুশফিকুর রহমান। উল্লেখ্য, নতুন নিয়োগ পাওয়া ডিসি (জেলা প্রশাসক) এর বাবা মরহুম খন্দকার আবুল কালাম দেশের প্রথম বিসিএস ক্যাডার ব্যাচের একজন অন্যতম সদস্য ছিলেন। সে সূত্রে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় আমলে তার সঙ্গে কাজ করারও সুযোগ পান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com