বাগেরহাটে বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের রেডি অডিটরিয়াম মিলায়তনে জেলা শাখার আয়োজনে, সংস্থার সভাপতি এ্যাডভোকেট মেহেরুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে বাগেরহাট শহরের মানবধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তৃতা করেন বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. রাজ, সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আক্তার লুনা, মহিলা বিষয়ক সম্পাদক, আসমালুত ফাতিমা ময়না, দপ্তর সম্পাদক রাকিবুল ইিসলাম , কোষাধ্যক্ষ সৈয়দা তৈফুন নাহার, বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাহাবুব মোরর্শেদ লালন, বাগেরহাট পৌরশাখার সভাপতি কল্লোল সরকার, জেলা কমিটির সদস্য মোঃ মহিতুর রহমান, কাজী সাইদুর রহমান সবুজ রহমান সবুজ, ইমরুল কবির রোমেল, সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, পারভেজ তরফদার, দপ্তর সম্পাদক ওমর আলী, সদস্য নাজিয়া সুলতানা প্রমুখ। মত বিনিময় সভায় বক্তারা বাগেরহাট শহরে বিভিন্ন স্কুলেরর মোড়ে, মোড়ে ইবটেজিং, শিশুদের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত সহ মানবধিকার বিষয়ক কয়েকটি সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।