নওগাঁয় মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক দিনব্যাপী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালযের উদ্যোগে ল্যাম্ব এস এস এফজিএফ প্রজেক্ট পার্বতীপুর দিনাজপুর এই সভার আয়োজন করে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কালাম আজাদ এ সভায় সভাপতিত্ব করেন। বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলামুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” শিরোনামে আয়োজিত সভায় ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন, প্রোগ্রাম এ্যাসিস্টান্ট মোঃ তোজাম্মেল হক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।