সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর বাজারে নলজুর নদীর উপর পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে চলছে। মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশেই তৌরি করা হয়েছে একটি বাঁশের ব্রিজ (সাঁকো) এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছেন। বর্তমান বাঁশের (সাঁকো) ব্রিজটি নড়বড়ে। জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে পূর্ব পাড়ে দ্রুত চলাচলের সহজ পথ হল বাঁশের ব্রিজ। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা এ বাঁশের ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন। স্থানীয়রা জানান, নলজুর নদীর ওপর ব্রিজটি দ্রুত নির্মাণ কাজটি শেষ করে নতুন ব্রিজ চালু করা হোক। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, বর্তমান বাঁশের ব্রিজটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে। ব্রিজ দিয়ে চলাচলের সময় মানুষ দূর্ঘটনায় শিকার হয়ে অনেকে গুরুতর আহত হচ্ছেন। বাঁশের ব্রিজের পশ্চিম’র অংশে একাধিক স্থানে ভেঙ্গে গেছে। জনস্বার্থ বাঁশের ব্রিজটি দ্রুত সংস্কার- মেরামত করার জন্য সংশ্লিষ্টদের জোর দাবি জানান তিনি।