সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ফেনীর নবাগত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সাথে সোনাগাজী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর নবাগত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূইয়া সার্কেল) তাসলিম হুসাইন, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হক, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ, মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্লাহ, জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সাংবাদিক ইকবাল হোসাইন। সঞ্চালনা করেন শিক্ষক মো. বেল্লাল হোসাইন। এসময় সকল ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, শিক্ষক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস, সোনাগাজী মডেল থানা, ইউওর নবনির্মিত বাসভবন পরিদর্শন করেন এবং বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।