শ্রীলঙ্কায় সময়টা দারুণ উপভোগ করছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে তো বটেই, গানের সুরেও মাত করেছেন সমর্থকদের। তার কণ্ঠে শোনা গেল মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের বিখ্যাত গান, ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জুবান পার। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে সাকিব আল হাসান এই মুহূর্তে অবস্থান করছেন শ্রীলঙ্কায়। গল টাইটান্সের হয়ে বেশ ভালো ভূমিকা রাখছেন ব্যাটে-বলে। কঠিন চ্যালেঞ্জেই ফেলছেন প্রতিপক্ষকে। তবে এবার কঠিন চ্যালেঞ্জে বাঁধা পড়েছেন সাকিব নিজেই। তবে বরাবরের মতোই এই চ্যালেঞ্জও উড়িয়ে দেন সাকিব। চ্যালেঞ্জটা অবশ্য মাঠের ক্রিকেটে নয়, মাঠের বাহিরে দিতে হয়েছে সাকিবকে। ‘মানিকে মাগে হিতে’ খ্যত শিল্পী ইয়োহানি ডি সিলভা সাকিবকে ছুঁড়ে দেন গান গাওয়ার চ্যালেঞ্জ। এলপিএলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা ইয়োহানি সাকিবের সাক্ষাৎকার নেয়ার একপর্যায়ে গানের চ্যালেঞ্জ দেন। চ্যালেঞ্জে এক্সেপ্ট করে সাকিব বলেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব। জীবনে কখনো গান গাইনি।’ এরপর ইয়োহোনির সাথে সেই গানে সাকিবও সুর মেলান। শুরুতে তাল মেলাতে না পারলেও পরে সাবলীলভাবে গান গেয়ে চ্যালেঞ্জ উতরে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর প্রথমবার এলপিএল খেলার অভিজ্ঞতা প্রকাশ করেন সাকিব। বলেন, ‘যতদূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে নিয়মিতই শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশের সফর থাকে এখানে। তবে লঙ্কান প্রিমিয়ার লিগে আমার এবারই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাি ত আমি। সময় ভালো কাটছে। দলও পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে।’
খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাহিরে লঙ্কানদের আতিথিয়েতায় মুগ্ধ বলে জানান সাকিব।বলেন, আতিথেয়তা মুগ্ধ করে। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর। তবে এর বাইরে, আতিথেয়তাও দারুণ।’