১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক রায়পুরা এরিয়া অফিসের আয়োজনে রায়পুরা লোচনপুর, যোশর ব্রাঞ্চ (শিবপুর) ঋন গ্রহীতা গ্রাহকদের মাঝে ফলদ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির ১৩২৯৬৭টি গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রায়পুরা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আওতাধীন রায়পুরা, লোচনপুর, যোশর শিবপুর, রায়পুরা পলাশতলী বাঁশগাড়ীসহ ১০টি শাখায় ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়। লোচনপুর রায়পুরা শাখায় ১৫১৩৪ পিছ গাছের চারা বিতরন করা হয়। এসময় গ্রামীণ ব্যাংক রায়পুরা এরিয়া ম্যানেজার উজ্জল কুমার পাল, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, উপস্থিত থেকে সদস?্যদের হাতে এ সকল গাছের চারা তুলে দেন। এসময় অন?্যান?্যদের মধ?্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক এম শফিকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোঃ রাসেল মিয়া, ফিল্ড অফিসার আব্দুল বাতেন ও মেরিন সুলতানা প্রমুখ। এরিয়া ম্যানেজার উজ্জল কুমার পাল এসময় সাংবাদিকদের বলেন-গাছ আমাদের অক্সিজেন ও আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে তাই এখনই চারা লাগানোর উপযুক্ত সময়। বিতরনের এ কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।