বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

শাহীন আহমেদ কুড়িগ্রাম
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। জেলার ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি প্রদান করে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণসহ সর্বমোট পাঁচ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিকস্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হয়। বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। শিক্ষাবৃত্তি পেয়ে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নবম শ্রেণীর শিক্ষার্থী হরিপ্রিয়া রাণী বলেন, আমি সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যায়। তারপর থেকে পড়ালেখা থেমে যাওয়ার উপক্রম হয়। পরে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে আমার পড়ালেখায় এগিয়ে আসে। এর আগেও বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে আমি পড়ার খরচ পেয়েছি। বিদ্যানন্দ ফাউন্ডেশন পাশে না দাঁড়ালে আমার পড়ালেখা বন্ধ হয়ে যেতো। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রাম জেলার পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন কারণে পড়াশোনা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এ ধরনের পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। শিক্ষার্থীদের বাল্যবিবাহ বন্ধে সচেতন থাকা, নিয়মিত রুটিন করে পড়াশোনা করা এবং সময়ের মূল্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে দেশ ব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে বলে বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য মো. জামাল উদ্দিন জানান। উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব ধারণা নিয়ে সেবামূলক কাজ করে ব্যাপক মানুষের ভালবাসা অর্জন করে। সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ২০২৩ সালে বাংলাদেশ সরকার বিদ্যানন্দ ফাউন্ডেশনকে একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২সালে জাতীয় সমাজকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক ‘কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট’ পদকে ভূষিত হয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com