গুগলের অন্যতম এক জনপ্রিয় ফিচার গুগল অ্যাসিস্ট্যান্ট। যা আপনার ভয়েস শুনে সে অনুযায়ী কাজ করে। গুগলের স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচেও এই সুবিধা রয়েছে। তবে এবার এই জনপ্রিয় ফিচার বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্ট গুগল।
যারা এই মুহূর্তে ওয়্যারওএস ২.০ সংস্করণের স্মার্টওয়াচ ব্যবহার করছেন তাদের জন্য দুঃসংবাদ। এই পণ্যগুলো তে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। ওয়্যারওএস ২.০ ঘড়িতে গুগল অ্যাসিস্ট্যান্ট আর পাওয়া যাবে না। কেউ তার স্মার্টঘড়িতে ভয়েস ফিচার ব্যবহার করতে চাইলে তাকে ওয়্যারওএস ৩ ব্যবহার করতে হবে। তবে কখন, কবে বন্ধ হচ্ছে এই ফিচার গুগল আনুষ্ঠানিক ভাবে তা এখনো জানায়নি। তবে তার আগে আপনার ওয়্যারওএস ২.০ ঘড়িটি আপগ্রেড করে নিতে পারেন। কয়েকদিনের মধ্যেই গুগল আরও বেশকিছু পণ্য আনছে বাজারে। সেই সঙ্গে পিক্সেল ওয়াচ ২ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ৯টু৫গুগল