শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

চরফ্যাসনে সার্জন পদ্ধতিতে চাষ

অশোক সাহা চরফ্যাসন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

জলবায়ুবিরুপ পরিবর্তনের ফলে সক্ষমতা অর্জনে ভোলার চরফ্যাশনে সার্জন পদ্ধতিতে সবজি চাষ জন প্রিয় হয়ে উঠেছে। জৈব সার ব্যবহার করে ১২ মাস নিরাপদ বিষমুক্ত সবজি আবাদ করে বেশি লাভ হওয়ায় কৃষকরা সার্জন পদ্ধতিতে কম খরচে জমি চাষ করে লাভবান হচ্ছে। এতে উৎসাহিত হয়ে কৃষকরা ওএই পদ্ধতি অনুসরণ করে লাভবান হচ্ছে।চরফ্যাশন উপজেলার হালিমাবাদ এলাকার কৃষক আক্তার মহাজনজানান, নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করতে কৃষি অফিসের পরামর্শে রায়সানিক সার ব্যবহার না করে জৈব ও কেচোঁ সার দিয়ে ৪ শতাংশ জমিতে সার্জন পদ্ধতিতে চাষাবাদ শুরু করে। বর্তমানে পরিধি বৃদ্ধি করে ৪ একর জমিতে সার্জন পদ্ধতিতে চাষাবাদ করছেন।তিনি বলেন,প্রথমে জমি থেকে মাটি কেটে উঁচু করে আড়া বাঁধাহয়। আড়ার ফাঁকে নালা তৈরি করা হয়। পরে আড়ার ওপর বিভিন্ন সবজি চাষ করা হয়। আর আড়ার নালাতে তেলাপিয়া, রুই, পাঙ্গাস, কই, মাগুর সহ বিভিন প্রজাতির মাছ চাষ করা হয়। সার্জন পদ্ধতিতে বর্ষা মৌসুমে পানিতে জমির আড়া ডুবেনা। বিষমুক্ত হওয়ায় সার্জন পদ্ধতিতে নিচে মাছ উপরে সবজি চাষ করে বেশ লাভবান হওয়াযায়। এই পদ্ধতিতে প্রায় ১২ মাসহাট-বাজারে বিষমুক্ত সবজি বিক্রি করার পাশপাশি নিজের পরিবারেও সবজির চাহিদা পূরণ করাযায়।এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি ভোলা জেলার বাহিরে বাণিজ্যিক ভাবে রপ্তানি করছেন কৃষক আকতার মহাজন। আছলামপুরএলাকার কৃষকনুরনবীসিকদারবলেন, উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে প্রাকৃতিক ঝড় জলচ্ছাসের সময়ে লবনাক্ত পানিতে ধানের ফলন কম হওয়ায় কৃষকরা সার্জন পদ্ধতিতে বিষমুক্ত সবজি আবাদের দিকে ঝুঁকছেন।এলাকার ৪০ জন কৃষকের সমন্বয়ে গঠিত কৃষক দলমিলে ৬০ একরজমিতে সম্মিলিতভাবে সার্জন পদ্ধতিতে সবজির চাষ করেছেন। একর প্রতি সবজি চাষে খরচ হয় ৮০ হাজার থেকে ১ লাখটাকা।
আর লাভ হয় ২ লাখ থেকে আড়াই লাখ টাকা। মাছ চাষে একর প্রতি আয় হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। জলাশয়ে মাছের জন্য তেমন খাবার খাবার দিতে হয়না। সবজি বাঘা সের পচা অংশ, ছোট পোকা মাকড় খাবার খেয়ে মাছ বড়হয়। উপজেলা কৃষিকর্মকর্তা রোকুনুজ্জামান বলেন, এ বছর চরফ্যাশনের ২১ ইউনিয়নে ৮০০ হেক্টর জমিতে সার্জন পদ্ধতিতে সবজি চাষাবাদ করেছে কৃষকরা। কৃষকরা জলাবায়ুর বিরুপ প্রভাবের সাথে মোকাবেলা করে সার্জন পদ্ধতিতে চাষাবাদের পাশপাশি ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজির উৎপাদন করছেন। কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এই পদ্ধতিতে চাষাবাদে পরামর্শ ও সহযোগীতা করছেন কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে পুরুষ কৃষকের পাশাপাশি নারীরা ঘরের আঙিনায় সবজি শাক সবজি চাষ করে স্বাবলন্বী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com