ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী কাজী বাড়ির কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. কাজী এরশাদুল করিম আরমান নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার কাজী পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। বিএনপি নেতা ফয়সাল খানের সভাপতিত্বে ও কাজী মহিব্বুল হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এড. কাজী এরশাদুল করিম আরমান বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে ঘোষণা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পৌর কমিশনার রুপক খান, এড. কাজী শফিকুল হাসান, নজরুল ইসলাম খান, মনছুরুল হক আরজু, মামুন খান, নুরুল ইসলাম মাস্টার, কায়সার খান, কাচন খান, এমএ হান্নান, আনোয়ার কাদির, আমিনুল ইসলাম, জামাল খান, কাচন খান, মিজাজ খান প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত সকলেই সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। জানা যায়, সাবেক ছাত্রনেতা এড. কাজী এরশাদুল করিম আরমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ১৯৯২-৯৩ ভিপি ও বিএনপি নান্দাইল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। এড. আরমান জানান তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী বিচারপতি টিএইচ খান চেন্বারে উনার সুযোগ্য সন্তান সাবেক সংসদ সদস্য ও সাবেক ময়মনসিংহ উত্তর বিএনপির সভাপতি আফজাল এইচ খান এর সহিত আইনজীবী হিসাবে কাজ করছেন।