ইটভাটায় মাটির জন্য পাহাড় নিধন এবং জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংসের বিরোদ্ধে লামা উপজেলার ফাইতংয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। ঝইড, ৫ইগ, গইও ও উইগ নামের ৪টি অবৈধ ইটভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা করেছে। প্রশাসন সুত্র জানায়, রবিবার ২০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় ঝইড, ৫ইগ, গইও ও উইগ নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। মোবাইল কোর্টে গইও ব্রিক ফিল্ডকে ২ লক্ষ, ঝইড, ৫ইগ ও উইগ ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ৩ লক্ষ করে ৪টি পৃথক মামলায় মোট ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী মেজিষ্ট্রেট।