বাগেরহাটে নানান আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধমীয় কল্যান ট্রাস্ট এর উদ্যেগে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জম্মাষ্ঠমী পালন করা হয়েছে।এ উপলক্ষে সকাল ৯টায় দশানী মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য ধমীয় শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দশানী মন্দির চত্বর এসে শেষ হয়।সকাল ১১টায় দশানী সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গনে মঙ্গলদ্বীপ প্রজ্জলন করার মধ্যে ধমীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিন্দু ধমীয় কল্যান ট্রাস্ট এর সহকারী প্রকল্প পরিচালক নকুল বর্মন এর সভাপতিত্বে ও সিও জয়দেব রায়ের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধমীয় নেতা ডা: জ্ঞানরঞ্জন চক্রবতী, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক এ্যাড: মিলন কুমার ব্যানর্জী, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রীমতি ঝিমি মন্ডল,বিশিষ্ট সাংবাদিক মোল্লা আব্দুর রব,মন্দির কমিটির সভাপতি রতন কুমার দাস, সাধারন সম্পাদক মোহন লাল হালদার, পুরোহীত তরুন আচায্য প্রমুখ। আলোচনা সভাশেষে ধমীয় সংগীত, কীর্তন ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সুধিজনরা উপস্থিত ছিল।