সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কে.এম. সামছুল হুদা সড়কের নামফলক উদ্বোধন

গজারিয়া (প্রতিনিধি) মুন্সীগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অধ্যাপক কে.এম.সামছুল হুদা সড়ক এর নাম ফলক উদ্ধোধন,এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর বাস ষ্টান্ড এলাকায় প্রাক্তন সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কে. এম. সামছুল হুদা সড়ক” নামকরণের ফলক স্থাপন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক বিচারপতি,এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নিজাম উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক মো: হাফিজ আহম্মেদ, স্থানীয় সরকার অধিদপ্তর এর পরিচালক প্রকৌশলী মো. মামুনুর রশিদ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সভাপতিত্বে সা: সম্পাদক মো. মনসুর আহম্মেদ খাঁন জিন্নাহর সঞ্চালনায় এ অনুষ্ঠান আয়োজন করায় অধ্যাপক সামছুল হুদার বড় মেয়ে, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সা: সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা গজারিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছ। উল্লেখ্য ভবেরচর বাস স্ট্যান্ড থেকে গজারিয়া লঞ্চঘাট পর্যন্ত মহাসড়কাংশের নাম এ এলাকার প্রথম সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কে. এম. সামছুল হুদা সড়ক” নামে সরকার নামকরণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com