ভারতের বিপক্ষে একটা জয় যেন বদলে দিয়েছে বাংলাদেশকে। হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছে, ভাঙা মনোবল জোরা লেগেছে। বিষন্নতা দূর করে মুখে ফিরেছে হাসি। যদিও ফাইনাল খেলতে না আক্ষেপটা থেকেই যাচ্ছে। ফাইনাল খেলতে না পারলেও একটা পুরস্কার ঠিকই পেয়েছে বাংলাদেশ। একদিনের ব্যবধানে আবারো নিজের জায়গা ফিরে পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হটিয়ে পুনরুদ্ধার করেছে নিজেদের জায়গা। উঠে এসেছে র্যাঙ্কিংয়ের সেরা সাতে। অবশ্য আগের দিনই সাতে ছিল বাংলাদেশ। তবে বুধবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে আটে ঠেলে দেয় শ্রীলঙ্কা।
সাতে অবস্থান নেয়া বাংলাদেশের পয়েন্ট এখন ৯৪। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। ১ পয়েন্ট কম নিয়ে আটে আছে তারা। এশিয়ার আরেক দল আফগানিস্তানের অবস্থান নয়ে, তাদের পয়েন্ট ৮০। পরিবর্তন এসেছে শীর্ষ তিনে। বাংলাদেশের কাছে হেরে গিয়ে এক ধাপ নিচে নেমে গেছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার কাছে শুক্রবার রাতে হেরেও হেরফের হয়নি অস্ট্রেলিয়ার অবস্থান। ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অজিরা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে পাকিস্তান। আর শুক্রবার দুইয়ে থাকা ভারত নেমে গেছে তিনে। তাদের পয়েন্ট ১০৫।