শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

কাহারোলে ওয়ার্ডমাস্টার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

“শব্দ শিখুন ভাষা শিখুন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবরার হাসনাত, উপজেলা আইসিটি অফিসার আফিজার রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।
এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com