মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

এশিয়া কাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপটা প্রত্যাশামতো কাটেনি বাংলাদেশের। ভারতকে হারিয়ে শেষদিকে খানিকটা তৃপ্তি পেলেও খেলা হয়নি ফাইনালে। পাঁচ ম্যাচ খেলে যেখানে জয় মোটে দুই ম্যাচে। সাফল্য সেভাবে ধরা না দিলেও এসিসি থেকে বেশ মোটা অংকের পুরস্কারই পাচ্ছে বাংলাদেশ। ভারতের অষ্টম শিরোপা জয়ের মধ্যদিয়ে রোববার পর্দা নামে এশিয়া কাপের ১৬তম আসরের। বাংলাদেশের সাফল্য বলতে পাকিস্তানকে পেছনে তৃতীয় স্থান নিশ্চিত করা। সেরা পাঁচে থাকা সব দলই পেয়েছে এসিসির পুরস্কার। ছয়ে থাকা নেপালকে ফিরতে হয়েছে খালি হাতে। চ্যাম্পিয়ন শিরোপাজয়ী ভারত পেয়েছে এক লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশী মুদ্রায় এক কোটি ৬৫ লাখ টাকার মতো। রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ৭৫ হাজার ডলার, (৮২ লাখ টাকা)। তিনে থাকা বাংলাদেশ পেয়েছে ৬২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশের টাকায় যা ৬৮ লাখ টাকা।
এরপরে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকার বেশি। প ম স্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে। ফাইনালে সেরা ক্যাচের পুরস্কার হিসেবে আড়াই লাখ টাকা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা পান কুলদীপ যাদব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com