শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

বিএনপি জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে : মাফরুজা সুলতানা

সোহেল মাহমুদ বোরহানউদ্দিন, (ভোলা)
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে। আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের ভালো ভাবে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনারা যদি ভালো থাকতে চান তাহলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ২০০১ এর চেয়ে বেশি ভোট দিয়ে হাফিজ ইব্রাহিমকে সংসদে পাঠাতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে জনগনের জন্য যে ভালো কাজ করেছে আপনারা ইউনিয়নের নেতা-কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যেয়ে বিএনপির কর্মকান্ড সাধারণ ভোটারদের কাছে তুলে ধরুন। গত রবিবার সকাল ১১টায় ০৮নং পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। এসময় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিম কে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার করেন। প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী মোঃ আজম, সদস্য সচিব উপজেলা বিএনপি, সরোয়ার আলম খাঁন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, সহিদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, শিহাবউদ্দিন হাওলাদার, আহ্বায়ক উপজেলা যুবদল, জসিমউদ্দিন খাঁন, সদস্য সচিব উপজেলা যুবদলসহ পক্ষিয়া ইউনিয়ন বিএনপির মুলদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

মাফরুজা সুলতানা বলেন, হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে বোরহানউদ্দিনে পলিটেকনিক্যালসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগে তোমরা পড়া লেখা করবে পরে রাজনীতি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে পক্ষিয়া ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গসংগঠনের ভূমিকার তিনি প্রশংসা করেন। সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। এসময় তিনি কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, দলীয় নেতা-কর্মীরা যদি কোনো অন্যায় অনিয়মের সাথে জরিত থাকে সঠিক তথ্য ও প্রমানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। সভায় সভাপতিত্ব করেন হুমায়ুন কবির সেলিম সভাপতি পক্ষিয়া ইউনিয়ন বিএনপি, সঞ্চালনা করেন এ. টি. এম লোকমান হাওলাদার সাধারণ সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। এসময় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা তাদের সাংগঠনিক সভানেত্রী কে কাছে পেয়ে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিষ্ট সরকারের আমলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা তাদের উপর যে নির্যাতন চালিয়েছে সেই নির্যাতনের চিত্র তুলে ধরেন ও সংগঠনের যে সমস্ত দূর্বলতা রয়েছে সে বিষয়গুলো উপস্থাপন করেন। সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দ তৃনমুলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও নির্যাতনের কথা শুনেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চলছে বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভা। তার নিদের্শনায় বোরহানউদ্দিন উপজেলা নেতৃবৃন্দ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচি তুলে ধরছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com