মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
অন্যের জন্য গর্ত খুড়লে নিজেই সেই গর্তে পরতে হয়, তার প্রমাণ শেখ হাসিনা-মানিকগঞ্জে রুহুল কবির রিজভী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা কাপাসিয়া থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া তারাকান্দায় মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি গঠন কালীগঞ্জে এক রাতের ৩ চুরি আতঙ্কে এলাকাবাসী নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত জিয়ানগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

পার্থ টেস্টে জয় পেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ইতিহাস গড়তে হতো। গড়তে হতো সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। যা পারেনি স্বাগতিকেরা, তবে পেরেছে ভারত। ইতিহাস গড়া জয় পেয়েছে জাসপ্রিত বুমরাহর দল। গতকাল সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিনে মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ২৯৫ রানের বিশাল জয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজে এগিয়ে গেল ভারত। যা বিদেশের মাটিতে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয়। ভারতের দ্বিতীয় ইনিংসের পরই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু অস্ট্রেলিয়া অবিশ্বাস্য কিছু না করলেই হতো। ৫৩৪ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনে মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর সেই সম্ভাবনাও অনেকটা কমে আসে।
চতুর্থ দিনের শুরুতে সেই সম্ভাবনা একেবারেই শেষ করে দেন সিরাজ। উসমান খাজাকে ৪ রান ও ৬০ বলে ১৭ রান করে স্টিভ স্মিথকে থামান তিনি। তাতে ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে উদ্ধার করেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ষষ্ঠ উইকেট জুটিতে দু’জনে ৮২ রান যোগ করেন। দ্রুত রান তুলছিলেন হেড। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু বুমরাহ তাকে ফিরিয়েই এই জুটি ভাঙেন।
আউট হওয়ার আগে ১০১ বলে ৮৯ রান করেন হেড। কিছুক্ষণ পর বিদায় নেন মার্শও। নিতিশ কুমারের বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ৪৭ রান করেন মার্শ। শেষদিকে অ্যালেক্স ক্যারির ৩৬ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা বুমরাহ দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। সিরাজের শিকারও ৩ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর ২টি ও নিতিশ কুমার ও হারশিত রানা ১টি করে উইকেট শিকার করেন।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পার্থে টসে হেরে আগে ব্যাট করে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি অজিরাও, ১০৪ রানেই গুটিয়ে যায় তারা। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান করে ভারত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com