শরীয়তপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করতে শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর বাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) নুরুজ্জামান বেপারীর বাড়িতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার। ইজাজুল ইসলাম মামুন, এডভোকেট সুলতান নাসির, মনির হোসেন মাঝি, মাহবুবুর রহমান ফকির,আলমগীর হোসেন, মোঃ মনির হোসেন চৌধুরী, লিয়াকত হোসেন খান, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।