সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

আইফোন-১৫ ব্যবহারে যে ভুল করলেই বিপদ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

গত মাসেই ল হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইউএসবি পোর্ট সি। এই ফোনের মধ্যে দিয়েই বদলে যাচ্ছে আইফোনের চিরচেনা চার্জিং পোর্ট। অ্যাপল তার নতুন সব ডিভাইস থেকে পুরোনো লাইটনিং পোর্ট সরিয়ে নিয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে নিরাপত্তা ও সুরক্ষার জন্য নির্ধারিত ইউএসবি-সি পোর্ট ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। অনেকেই ভাবছেন ইউএসবি পোর্ট সি মানেই অ্যান্ড্রয়েডের চার্জার দিয়েই আইফোন চার্জ করা যাবে। তবে যারা লাখ লাখ টাকা খরচ করে আইফোন-১৫ কিনছেন ভুলেও এই কাজ করবেন না।
আইফোন-১৫-এ ইউএসবি-সি ব্যবহার করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা গ্রহণের কথা বলেছে অ্যাপল। কারণ সংস্থার নিজস্ব সতর্কতামূলক নির্দেশনার সঙ্গে যদি খাপ না খায়, তাহলে ওই ইউএসবি-সি পোর্ট থেকে ডিভাইসের মারাত্মক ক্ষতি হতে পারে। এই প্রথম আইফোনে এই ধরনের পোর্ট চালু হয়েছে। আসলে সব ইউএসবি-সি কেবল এক রকম হয় না। এর আগে আইফোনে যে লাইটনিং ব্যবস্থা ছিল তাতে দু’টি চিপ থাকত। একটি অ্যাপলের অথেন্টিকেশন-সহ, অন্যটি ফিউজ হিসেবে কাজ করত, যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু সব পোর্ট এক রকম হয় না। কিছু সস্তার পোর্ট বা চার্জার আইফোনের ক্ষতি করতে পারে। এই কারণেই সতর্কতা জারি করেছে সংস্থা। তাই আইফোনের সঙ্গে থাকা চার্জারটিই ব্যবহার করুন। অন্য কোনো স্মার্টফোনের চার্জার কিংবা অন্য সংস্থার কোনো চার্জার ব্যবহার করবেন না। এতে আপনার আইফোন-১৫ এর অনেক ক্ষতি হতে পারে। সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com