আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং পাহাড়ের শান্তি,শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে লামা-আলীকদম কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ১১ঘটিকায় আলীকদম সেনা জোন কনফারেন্স হল রুমে এ আয়োজন করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি (অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন) আরও উপস্থিত ছিলেন মেজর মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি। এসময় প্রধান অতিথি আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রুন রিং ম্রো ও বলি রামডিং থারি পাংখোয়া’র হাতে নগদ অর্থ তুলে দেন। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী সহ লামা-আলীকদমে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা বলেন, জোনের দায়িত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দূর্ঘটনা,পাহাড় কাটা, পাথর উত্তোলণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষাসহায়ক নানান বিষয় তুলে ধরেন। এসময় সাংবাদিক সম্মেলনে জোন কমান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তাসহ লামা-আলীকদমে পাহাড়ে বসবাস রাত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুুপ্রবেশ, সন্ত্রাস দমন-মাদক পাচারকারী চিহ্নীত করণ সহ দেশ রক্ষায় বাংলাদেশ সেনা বাহিনী বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, সেনাবাহিনী সম্পর্কে কোন নেতিবাচক সংবাদ প্রচারের ক্ষেত্রে নিশ্চিত করণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন ধরণের সহিংসতা সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রধান করেন তিনি।