বাগেরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর আয়োজনে ও সাইটসেভার্স এর সহযোগীতায় দৃষ্টিদান চক্ষু হাসপাতালের হলরুমে আলোচনা সভা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতারন করা হয়। সাইটসেভার্স এর পরিচালক আবু সালেহ মোঃ আবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের অফিসার কাজী সাইদুর রহমান সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহি, সাইটসেভার্স এর ফাইনান্স অফিসার সাহিফুল ইসলাম, পরিচালক মোঃ মমিনুল হক, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, মোংলা শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন। আলোচনা সভা শেষে ৫জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তির মাঝে হুইল চেয়ার বিতারন করা হয়। এর আগে জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালে লিফ্ট এর উদ্বোধন করেন। এছাড়া হাসপাতাল প্রঙ্গনে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।