সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ৩৬ আনসার ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মানিকগঞ্জ ৩৬ আনসার ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ ৩৬ আনসার ব্যাটালিয়ন অধিনায়কের কার্যালয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ন আবহের মধ্য দিয়ে নানান কর্মসূচীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষ্যে গার্ড সালামী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ এর কমান্ডার মোঃ রফিকুল ইসলাম-পিভিএম পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী কেক কাটা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রধান অতিথিকে বরণ ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান, প্রধান অতিথি কর্তৃক বৃক্ষরোপণ, পরিদর্শন, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়। এর আগে দরবার হলে রেঞ্জ কমান্ডার মহোদয়ের দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম-পিভিএম বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বিচক্ষন নেতৃত্বে আনসার বাহিনী এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং বাহিনীর সুনাম সমুজ্জল রাখতে হবে। আসন্ন শারদীয় দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনে আস্থার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক শিরিন সুলতানা, উপ-অধিনায়ক আরিফ বিন জলিল ও জেলা কমান্ড্যান্ট এ,এস,এম সাখাওয়াৎ হোসাইন সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com