গতকাল বিকেলে উল্লাপাড়া সদর ইউনিয়নের ৭-৮-৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে উঠান বৈঠক করেছেন উল্লাপাড়া ০৪ আসনের দুই দুই বারের সফল জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি । এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে। আগে অনেক সরকার ছিল, তারা কতটুকু উন্নয়ন করেছে? যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলে মেয়েরা বিনা পয়সায় বই পেতো না। বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘরবাড়ি। স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোন গ্রাম বা এলাকা নেই। মানুষ এখন আর না খেয়ে মরে না। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সন্ত্রাস নৈরাজ্য আমরা প্রতিহত করেছি। মানুষ এখন শান্তিতে ঘুমায়। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেব জয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি বিষয়ে বাধ্যতামূলক করা হয়েছে যাতে করে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। কারণ এখন কম্পিউটার না জানলে কোন পেশাই আমরা সফল হতে পারব না। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুর রহমান উজ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।