সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

পটুয়াখালীতে সাবেক মন্ত্রীর মোঃ শাহজাহান মিয়ার দাফন

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. মোঃ শাহজাহান মিয়ার মরদেহ পটুয়াখালীতে এসে পৌছেছে। গত শনিবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ ঢাকা থেকে পটুয়াখালী কৃষি বিমান অবতরন কেন্দ্রে এসে পৌছায়। এ সময় মরহুমের পরিবারের সদস্যরা, সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারন মানুষ কান্নায় ভেঙ্গে পরেন। শাহজাহান মিয়ার মরদেহ পৌছানোর পর বিমান বন্দরে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহজাহান মৃত্যুতে পটুয়াখালীর বিভিন্ন অংঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরে হেলিকপ্টার থেকে মরদেহ ফ্রিজিং গাড়ীতে করে শহরের থানাপাড়াস্থ নিজ বাস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত হন। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের সদস্যরাও শাহজাহান মিয়ার মরদেহ এক নজর দেখার জন্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। কৃষি বিমান বন্দরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ আফজাল হোসেন, পটুয়াখালী-৪ আসনের এমপি মোঃ মহিব্বুর রহমান মুহিব, বাংলাদেশ পাবলিগ সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ নেতা-কর্মী ও সাধারন মানুষ। রবিবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউজ সংলগ্ন ঝাউতলায় মরহুমের দ্বীতিয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এবং পটুয়াখালী মুসলিম গোরস্থানে তার দাফন সম্পান্ন করা হয়। উল্লেখ্য শনিবার ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com