সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

পয়েন্ট তালিকায় কে কোথায়?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপে ১০টি দলের চারটি করে খেলা হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের পরে বলা যেতে পারে প্রতিটি দলেরই বিশ্বকাপের প্রায় অর্ধেক যাত্রা হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে ৯টি ম্যাচের প্রায় অর্ধেক খেলে ফেলেছে সবাই। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় কে, কোথায় রয়েছে দেখে নেয়া যাক। এখন পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। নেট রানরেট ১.৯২৩। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৪ ম্যাচে ৪ জয়ে তাদেরও পয়েন্ট ৮। রোহিত শর্মাদের নেট রানরেট ১.৬৫৯। ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের ৩টিতে জিতে তাদের পয়েন্ট ৬। তবে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট সবচেয়ে ভালো (২.২১২)।
পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.১৯৩। অস্ট্রেলিয়ার ঠিক নিচেই রয়েছে পাকিস্তান। ৪ ম্যাচের মধ্যে তারাও ২টিতে জিতেছে। বাবর আজমদের পয়েন্ট ৪। নেট রানরেট (-০.৪৫৬) কম থাকায় অস্ট্রেলিয়ার নিচে তারা।
ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। ৪ ম্যাচে মাত্র ১টি জিতে তাদের পয়েন্ট ২। সাকিব আল হাসানদের নেট রানরেট -০.৭৮৪। পরের চারটি দলও ৪ ম্যাচ খেলে ১টি জিতেছে। ফলে তাদেরও ২ পয়েন্ট করে রয়েছে। নেট রানরেটে সপ্তম থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে তারা। সাত নম্বরে নেদারল্যান্ডস (-০.৭৯০)। অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা (-১.০৪৮)। নবম স্থানে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (-১.২৪৮)। সবার শেষে রয়েছে আফগানিস্তান (-১.২৫০)। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com