রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান কেন্দ্রীয় নেতা আমীনের

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন বলেন- বাংলাদেশ হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের নাগরিকের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সম্প্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। দেশের উন্নয়নে সব ধর্মের মানুষ সমান অংশীদার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। তাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সোমবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া, চরম্বা, আমিরাবাদ ও বড়হাতিয়া ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, নুরুল আবছার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক খোকন সুশীল, ডা. সমীরণ দাশ, আকতার কামাল পারভেজ, ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, রাশেদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আবছার উদ্দিন, নাজমুল হাসান টিপু, পুজা কমিটির নেতা মৃনাল কান্তি দাশ, সুমন মজুমদার হিরো ও খোকন চন্দ্র দাশ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com