মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে লিচুগ্রামে লিচুর খরা ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি টানা সাত কার্যদিবস পতনে শেয়ারবাজার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাঘেরি ইব্রাহিম রাইসির উত্তরসূরি কে এই মোহাম্মদ মোখবের

একসঙ্গে ৩ বৈদ্যুতিক গাড়ি আনছে টাটা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা অনেকদিন আগেই বাজারে এনেছে বৈদ্যুতিক গাড়ি। এবার একসঙ্গে ৩ বৈদ্যুতিক গাড়ি আনছে সংস্থাটি। ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা টাটা মোটরস।
এই মুহূর্তে বাজারে আছে টাটা নিক্সন, টাটা টিগোর এবং টাটা টিয়াগো বৈদ্যুতিক গাড়িগুলো। খুব শিগগির যোগ হতে চলেছে তিনটি নতুন গাড়ি- টাটা পা ইভি, টাটা হ্যারিয়ার ইভি এবং টাটা কার্ভ ইভি। টাটা পা , হ্যারিয়ার এবং কার্ভ এই তিন গাড়িতে ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, টাটা পা সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মতো দেখতেই হবে গাড়িগুলো। বর্তমানে বাজারে এটি পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয়। গাড়িটি টাইগর অথবা টিয়াগোকে অনুসরণ করে আসতে পারে বাজারে। তবে সংস্থার পক্ষ থেকে যেহেতু গাড়ির ডিজাইন নিয়ে মন্তব্য করা হয়েছে, তাই পা -এর চেহারায় যে বড় চমক থাকতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।
এর আগে শোনা গিয়েছিল, গাড়িটি সিঙ্গেল চার্জে ৩০০-৩২০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। কিন্তু এখন সংস্থা নিশ্চিত করে বলছে, গাড়িতে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। অর্থাৎ গাড়ির ব্যাটারি প্যাকও থাকবে বড় ক্ষমতা সম্পন্ন।
টাটা পা ছাড়াও সম্প্রতি হ্যারিয়ার ও সাফারির ফেসলিফ্ট ভার্সন ল করেছে সংস্থা। গাড়ি দুটি নতুন রূপে, নতুন ফিচার্স সহ বাজারে এসেছে। যোগ হয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো আধুনিক বৈশিষ্ট্য। আশা করা যাচ্ছে, টাটা পাে ও থাকবে তেমনই সব সুবিধা। গাড়িগুলোর দাম কেমন হবে তা এখনো জানা যায়নি। খুব শিগগির বাজারে আসতে চলেছে গাড়িগুলো। এখন মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর এর আরও ফিচার সম্পর্কে জানা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com