সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

সরকার নির্বাচনে বাধ্য করলে ইসির উচিৎ পদত্যাগ করা: সাইফুল হক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

দেশের সংঘাতময় ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য মোটেও অনুকুলে নয়। সরকার কমিশনকে নির্বাচনে বাধ্য করলে নির্বাচন কমিশনের উচিৎ পদত্যাগ করা। গতকাল নির্বাচন কমিশনের সংলাপের চিঠির জবাবে এমনটাই জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল শনিবার (৪ নভেম্বর) দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার প্রতিহিংসা থেকে বিএনপিসহ রাজনৈতিক বিরোধীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যে পরিস্থিতি তৈরি করছে, এরমধ্যে কোনভাবেই নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সম্ভব নয়।
সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী ও তার নেতারা যেসব ভাষা ব্যবহার করছেন, এইগুলো কোনো সরকার প্রধান বলতে পারেন না। একজন নির্বাহি ক্ষমতা থেকে এইসব কথা বলা শপথ ভঙ্গ করার শামিল বলেও মন্তব্য করেন তিনি। ২৮ তারিখের ঘটনাকে সরকারের এজেন্টদের পরিকল্পিত নাশকতা উল্লেখ করে এ ঘটনায় সরকারের হস্তক্ষেপের বাইরে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ে তদন্ত করার দাবি জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com