বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে শিক্ষার্থীদের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় এলাকার একটি প্রভাবশালী মহল এ ভাবে অবরুদ্ধ করে রাখায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পাচ্ছেনা। উপজেলার শাখাহার ইউনিয়নের বৈরাগীরহাট পুকুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয় এলাকার আব্দুর রহমান, হাতেম ও মৃত আমজাদ হোসেনের ছেলেরা স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই বিদ্যালয়ে যাতাযাতের রাস্তায় বাঁশের বেড়া দেন। ৯ম শ্রেনির ছাত্র সৈকত জানান, এতে বিদ্যালয়ে যাওয়া আসা করতে তাদের সমস্যা হচ্ছে। গত শনিবার স্কুল সাপ্তাহকি ছুটি থাকার সুযোগে তারা আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দেন। আব্দুর রহমান জানান, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির জমি দাতা সদস্যর সাথে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে এই স্কুলে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়।প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান, ওই জমির বৈধ মালিক কেউ নয়, প্রকৃত পক্ষে এই জমি খাস বলে দাবি করেন তিনি। বৈরাগীরহাট পুকুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ শহীদুল ইসলাম সরদার বলেন, আমি এই বিদ্যালয়ে নতুন যোগদান করেছি।বিদ্যালয়ের সঙ্গে জমি নিয়ে কোন মামলা নেই। তারপরও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করে রাখা ঠিক হয়নি। এ বিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।