চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন “মা জান” চা বাগান সংলগ্ন হাসনাবাদ সড়কে অবৈধ পাহাড় কাটা ও পাইন্দং ফকিচারানে হালদা নদীর পাড় কেটে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। গত ৯ নভেম্বর ফটিকছড়ি থানা ও ভূজপুর থানায় ‘মামনি এগ্রো’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমায়ের ইসলাম, সেলিনা আকতারসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা এবং বদি মেম্বার, সাদ্দাম হোসেন ও করিম বলির বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দুটি দায়ের করেন উপজেলা প্রশাসন। অভিযুক্ত ব্যক্তিগনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য ফটিকছড়ি ও ভূজপুর থানাকে নির্দেশ দেয়া হয়। উল্লেখ যে, গত ৮ নভেম্বর মধ্য রাতে মামনি এগ্রো’ কোম্পানির অভ্যন্তরে পাহাড় কাটার অপরাদে অভিযান চালিয়ে ৩টি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু মৎস হেরিট্যাজ ঘোষিত হালদা নদীর পাড় কেটে অবৈধ বালু মাটির ব্যবসা করে আসছিল বদি মেম্বারের নেতৃত্বে অভিযুক্ত চক্রটি।