সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদলীয় নেতাকর্মীদের দিয়ে কারাগার পূর্ণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। সোমবার তিনি চলমান আন্দোলন সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবি পার্টি আয়োজিত ‘প্রতীকী অনশন’ কর্মসূচিতে এ অভিযোগ করেন। বিকেল ৩টায় বিজয়-৭১ চত্বরে দলের যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, সরকারি হুকুমের সুযোগ কাজে লাগিয়ে পুলিশ মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে ইচ্ছামতো গ্রেপ্তার বাণিজ্য করছে। রাত নেমে আসলেই ডিবি পরিচয়ে রাজনৈতিক নেতাদের বাড়িতে বাড়িতে চলছে অভিযান। এরকম ভীতিকর পরিস্থিতির মধ্যে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণার নীলনকশা আঁকছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ এই পাপেট ইসি’র নির্বাচনী শিডিউল প্রত্যাখ্যান করবে। তিনি অবিলম্বে বিরোধী দলের গ্রেফতারকৃত ১০ হাজার নেতাকর্মীর মুক্তি দাবি করেন। অনশনে আরও বক্তব্য রাখেন, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, দফতর সম্পাদক আলী নাসের খান, মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, যুবপার্টির মহানগর উত্তরের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলা, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, উত্তরের সংগঠক আব্দুর রব জামিল।
পরে ২৮ অক্টোবর পুলিশের গুলিতে আহত কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল মির্জা প্রতীকী অনশনের সভাপতি বিএম নাজমুল হককে পানি পান করিয়ে অনশনের সমাপ্তি করেন।