শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

রাজধানী জুড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ২

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপের প্রথম দিনের অবরোধের সমর্থনে রাজধানীর বাংলামটর থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ মিছিলের শেষদিকে ছাত্রলীগ ও পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়াকে তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির বলেন, ‘তাদেরকে নির্যাতনের পর রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগ।’
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং বিএনপির একদফা দাবি আদায়ের এ কর্মসূচি চলছে।
শাহবাগের মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, যুগ্ম সম্পাদক এম এম মুসা, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, কেন্দ্রীয় সদস্য মো: শাহেদ হাসান, সদস্য মো: মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল দল নেতা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, নুরুজ্জামান রাসেল, জিয়াউল হক জিয়া ও আরিফুর রহমান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, এস এম হলের যুগ্ম সম্পাদক জোবায়ের আহম্মেদ, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, বিজয় একাত্তর হলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইলসাম জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুরসালীন ও শামীম মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, সহ-মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক সাজ্জিদ হোসেন, সদস্য খালিদ, সিহাম, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সানি, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক রিমু হোসেন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন রিদয়, ছাত্রনেতা মো: ফরহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, আল মিরাজ, মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আরিফ রায়হান হৃদয়, মো: নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব হৃদয়, ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক, বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ, মাহাবুব,ফারুক,ইমরান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম, মহানগর উত্তরের পরিশ্রমী ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানা ছাত্রদলের দফতর সম্পাদক আজিজুল হাকিম শুভ, ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাছির ঢালী, ৩৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শিহাব, হাতিরঝিল থানা ছাত্রদলের কামাল, মো: আজাদ হোসেন, আকিব মাহমুদ, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো: পারভেজ খাঁন, মো: শিহাব খান।
বিএনপির-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রথম দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খানের নেতৃত্বে রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে অবরোধের সমর্থনে মিছিল হয়েছে।
এর আগে ছাত্রদল অভিযোগ করে, মঙ্গলবার রাতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির সমর্থনে ক্যাম্পাসে ব্যানার টাঙাতে গেলে কার্জন হল এলাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও অমর একুশে হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ-সভাপতি জসিম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com