নবান্ন”শব্দের অথর্ ”নতুন অন্ন” বা নব অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। অগ্রহায়ণ এলেই মাঠজুড়ে আমন ধান কাটার ধুম পড়ে। আমন ধান নিয়ে কৃষকের ঘরে তৈরি হয় উৎসবের আমেজ। খাওয়া হয় নতুন ধানের ভাত, পিঠা-পায়েস। যা মনে করিয়ে দেয় বাঙালির অতীত ইতিহাস ও সংস্কৃতিকে। বাংলার মানুষের দীর্ঘদিনের এ ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে ঘোড়াঘাট ট্যালেন্ট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথম বারের মতো হরেক রকমের পিঠা-পায়েস,নাচ-গান-আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পালিত হয় ‘নবান্ন উৎসব-২০২৩। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় ঘোড়াঘাট ট্যালেন্ট প্রি-ক্যাডেট স্কুল মাঠে মোছা: আয়েশা খাতুন এর সঞ্চালনায় আরব আলী দেওয়ান এর সভাপতিত্বে পিঠা উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাত হোসেন বলেন, আমাদের এই উৎসব প্রধান লক্ষ ছিল আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরাতন বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরা। শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া যে এই নবান্ন উৎসব টা কি এবং এই উৎসবে কি কি আয়োজন করা হয় তা তুলে ধরা এরই ধারাবাহিকতায় আজকের এ নবান্ন উৎসব। আমাদের দায়িত্ব হলো, ইতিহাস ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা।