সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

ইমাম-মোয়াজ্জিনের বেতন

মুফতি আইয়ুব নাদীম
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ইসলামী শরিয়তের পরিভাষায় ইমাম-মোয়াজ্জিন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি উপাধি ও কুরআনি পরিভাষা। ইমামতি-মোয়াজ্জিনি নবী-রাসূল, সাহাবি এবং সময়ের শ্রেষ্ঠ, যোগ্য ও নেককার লোকদের কাজ। ইমাম-মোয়াজ্জিন মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নামাজ সুন্দর ও সুচারুরূপে আদায়ের গুরু দায়িত্ব পালন করে থাকেন। ইমাম-মোয়াজ্জিন মানে কোনো প্রতিষ্ঠানের চাকরিভুক্ত নন, কিংবা নন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাকর। তাই ইমাম-মোয়াজ্জিনের সাথে সম্মানসূচক সুন্দর সভ্য-ভদ্র ব্যবহার করা জরুরি।
স্থান ও জায়গার এবং মসজিদের কোয়ালিটির ভিন্নতায় নানা মান ও ধরনের বেতন-ভাতা চালু আছে। তবে শহরে ইমাম সাহেবদের সাধারণত বেতন বা সম্মানী সাত হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজারের মধ্যে। আর মুয়াজ্জিনের সর্বোচ্চ বেতন বা সম্মানী ১০-১২ হাজার টাকার মধ্যে। অপর দিকে গ্রামগঞ্জের মসজিদের বেতন-ভাতা ভদ্র সমাজে উল্লেখ না করলেই ভদ্রতা বজায় থাকে, ব্যাপারটি অনেকটা এই টাইপের।
ইমাম-মোয়াজ্জিন আমাদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের একান্ত হিতাকাক্সক্ষী ও চরম-পরম সহযোগী। মোয়াজ্জিন তার শত ব্যস্ততার মধ্য দিয়েও দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নির্ধারিত সময়ে মানুষকে নামাজের কথা স্মরণ করে দিতে আজান দিয়ে থাকেন। আর ইমাম-খতিবরা আমাদের জীবনের নানা জরুরি বিষয় নিয়ে (তথা জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি সব বিষয়ে) মসজিদের মিম্বরে বয়ান ও খুতবার মাধ্যমে সব শ্রেণী-পেশার মানুষকে অত্যন্ত জোরালোভাবে ও দরদের সাথে দ্বীনের কথা বুঝিয়ে থাকেন এবং মানুষকে সচেতন সতর্ক করেন।
স্কুল-কলেজ বা যেকোনো প্রতিষ্ঠানের অবকাঠামোগত খরচের চেয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার খাতটাকে সব থেকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, আর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মসজিদের ক্ষেত্রে একেবারে বিপরীত চিত্র। এখানে মসজিদের উন্নতির নামে লাখ লাখ টাকার টাইলস, লাইটিং ইত্যাদি সব বিষয়ে গুরুত্ব দেয়া হয়। ইদানীংকালে তো এয়ারকন্ডিশনের নামে আয়েশি ব্যবস্থাপনারও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়, কেবল গুরুত্ব দেয়া হয় না, ইমাম-মোয়াজ্জিনদের বেতন-ভাতার বিষয়ে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেপাটে ঘোড়ার কথা কে না জানে, সবাই জানে, নিত্যপ্রয়োজনীয় ও জীবনঘনিষ্ঠ প্রতিটি জিনিস ও বস্তুর দাম আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। আর চক্রাকারে দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। যা জনজীবনকে চরমভাবে নাভিশ্বাস করে তুলছে, এহেন পরিস্থিতিতে ইমাম-মোয়াজ্জিনদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেতন-ভাতার বিষয় নিয়ে তাদের যথেষ্ট আন্তরিক হওয়া সময়ের অপরিহার্য দাবি ছিল, কিন্তু তারা সেভাবে বিষয়টিকে আমলে নিচ্ছে না বা নেয় না, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিকও বটে। ইমাম-মোয়াজ্জিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ পেশা। তাই ইমাম-মোয়াজ্জিনকে যথাযথ সম্মান করা প্রতিটি মুসলমান ও মুসল্লিদের ওপর নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা মানুষকে তার মর্যাদা অনুযায়ী স্থান দাও’ (রিয়াদুস সালেহিন-৩৬০)। বোঝা গেল, ইমাম-মোয়াজ্জিনের জন্য সময়ের চাহিদা অনুপাতে মানসম্মত বেতন-ভাতার ব্যবস্থা করা তার সম্মানের গুরুত্বপূর্ণ একটি দিক। যেটিকে আমরা গুরুত্বের নজরে দেখি না।
প্রতিটি মসজিদের কমিটি আছে, তারা ইমাম-মোয়াজ্জিন সাহেবের অর্থনৈতিক এই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, কাল কিয়ামতের ময়দানে সে ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবেন, এ ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমার রা: হতে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘সাবধান! তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর (পরকালে) নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল লোক, তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আর প্রত্যেক পুরুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর স্ত্রী তার স্বামীর ঘর-সংসার ও সন্তান-সন্ততির ওপর দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এমনকি কোনো গোলাম বা চাকর-চাকরানীও তার মনিবের ধন-সম্পদের ওপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব, সাবধান! তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে (বুখারি-৭১৩৮)।
ইমাম-মোয়াজ্জিন যেহেতু মসজিদ কমিটির অধীন, অতএব তারা কি ইমাম-মোয়াজ্জিনের বেতন-ভাতা ও সার্বিক সুযোগ-সুবিধার কথা চিন্তা করেছে কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। পরিশেষে মসজিদের এই দেশে, প্রতিটি মসজিদ কমিটির কাছে উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন ইমাম-মোয়াজ্জিনদের জন্য মানসম্মত বেতন-ভাতার ব্যবস্থা করে, তাদের অর্থনৈতিক এই দুরবস্থা, দূরকরণে এগিয়ে আসেন। যা অপরিহার্য দায়িত্বও।
লেখক : মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদরাসা, মধুপুর, টাঙ্গাইল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com