বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

ফেনী-৩ আসনে তৃণমুলের জনপ্রিয় ও পছন্দের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতাদের সুযোগ দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। সারাদেশে দলের তৃনমূল ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের কর্মকান্ড এবং জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করেছে সভানেত্রীর বিশেষ টিম। ফেনী-৩ নির্বাচনী এলাকায় সোনাগাজী ও দাগনভূঞা দুটি উপজেলা। এখানে প্রায় চার লক্ষ ভোটার রয়েছে। তবে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী যে দল দিতে পারবে তাদেরই জয় হবে। অন্যদলের এমপি হওয়ায় দুই উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলাদলীতে বিভক্ত হয়ে পড়েছে। তাই এবার জোটের প্রার্থী নয় আওয়ামীলীগের প্রার্থী চায় সোনাগাজী-দাগনভূঞাবাসী। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন সোনাগাজী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা খাজা আহাম্মদ আমৃত্যু আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ছাত্র রাজনীতিতে সাহসী ভুমিকা, ওয়ান-ইলেভেনের পর শেখ হাসিনার পক্ষে রাজপথে জোরালো ভুমিকার কারণে লিপটন দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের আস্থা অর্জন করেছেন। এমনকি নিজ নির্বাচনী এলাকায়ও জনগণের পছন্দের শীর্ষে রয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়ন বোর্ডের পছন্দের প্রার্থী ছিলেন লিপটন। কিন্তু মহাজোটকে আসনটি ছেড়ে দেয়ায় মনোনয়ন বঞ্চিত হন লিপটন। অবশেষে সেই মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে ২০১৯ সালে সোনাগাজী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভ করেন। তার সম্মানে সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালে ফেনী জেলা আওয়ামীলীগের সম্মেলনে যুগ্ন সাধারন সম্পাদক মনোনীত হন। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের পদ পাওয়ার পর থেকে দলের সকল কর্মকান্ডে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সোনাগাজী-দাগনভুঞার ঘরে ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারের জন্য গ্রাম থেকে গ্রামে চষে বেড়াচ্ছেন। ক্লিজ ইমেজের সাবেক ছাত্রনেতা হওয়ায় দলমত নির্বশেষে সর্বস্তরের মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহন করেছেন। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, তরুন-ছাত্র সমাজের কাছে বেশ জনপ্রিয় জহির উদ্দিন মাহমুদ লিপটন। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন নেতৃত্বশুন্যতায় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মুল্যায়ন করলে লিপটনের হাত ধরেই এ এলাকার মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখবে। সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল বলেন, দলমত নির্বিশেষে সবার মাঝে স্থান করে নিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা লিপটন। সন্ত্রাস কবলিত এ আসনটিতে রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেয়া দরকার। এখানে লিপটনের মত একজন দক্ষ ও তরুন নেতাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে নতুন করে এখানে পুনর্জীবিত হবে আওয়ামী লীগ। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আরেফিন চেয়ারম্যান বলেন, লিপটন রাজনৈতিক নেতা হিসেবে ফেনী-৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে স্বচ্ছ ও গ্রহনযোগ্য । তরুণ ভোটার, নেতাকর্মী ও জনগণের পছন্দেও এগিয়ে আছেন তিনি। ২০০১ পরবর্তি সময়ে দলের নেতৃত্বশুন্যতার সময় এখানে হাল ধরেছিলেন তিনি। তাকেই সঠিক মুল্যায়ন করা উচিত। তিনি আরো বলেন, ফেনীর দক্ষিন অঞ্চলে মাস্টার এবিএম তালেব আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় জননেতা। তিনি তিনবার আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন। তারপর আর কোন এমপি পাইনি আমরা। আশাকরি বঙ্গবন্ধুকন্যা মুল্যায়ন করলে সেই তালেব আলীর স্থলাভিষিক্ত হবে বীর মুক্তিযোদ্ধা সন্তান জহির উদ্দিন মাহমুদ লিপটন। জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ফেনী-৩ নির্বাচনী এলাকার সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্প নগর, সোনাগাজী নৌ-বন্দর, ২০০ মেঘাওয়াট উৎপাদন ক্ষমতার সোনাগাজী সৌর-বায়ু বিদ্যুৎ কেন্দ্র, দেশের বৃহত্তম সোনাগাজী বীজ ভান্ডার। এখানে দীর্ঘদিন সরকার দলীয় এমপি না থাকায় এসব প্রাকল্প বাস্তবায়নে বর্তমানে ধীরগতি। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী এসব বিষয় বিবেচনায় নিয়ে ফেনী-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দিবেন। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জহির উদ্দিন মাহমুদ লিপটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com