বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

সাতকানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ হলেন মাওলানা মুনীরুল আলম: বিভিন্ন মহলের অভিনন্দন

মোহাম্মদ রাশেদ (সাতকানিয়া) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতকানিয়া আলিয়া এম ইউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অত্র মাদরাসার প্রবীণ ওস্তাদ মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম। সম্প্রীতি গত ২০২২ সালের ১ ডিসেম্বর ওই মাদরাসার সাবেক অধ্যক্ষ আজিজুল হক চাকুরি থেকে অবসরে গেলে মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে অদ্যাবধি সুচারুভাবে ও বিচক্ষণতার সাথে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছিলেন। শনিবার (১৮ নভেম্বর) মাদরাসার গভর্নিং বডির সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী এর সভাপতিত্বে মাদরাসার অফিসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় তিনি নিয়োগ বোর্ড কর্তৃক গৃহীত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ওই মাদরাসার অধ্যক্ষ নির্বাচিত হন। এ সময় নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপচার্যের প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আ.ম. কাজী হারুন উর রশীদ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক জিয়াউল আহসান, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র এ.কে.এম মুর্শেদ, বিদ্যোৎসাহী সদস্য রকিবুল হক দিপু, মুহাম্মদ ওসমান গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হেলাল। উল্লেখ্য, মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসা থেকে ১৯৯০ সালে দাখিল পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামের প্রাচীনতম লোহাগড়া উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় আলিম, ফাজিল ও কামিল হাদীস অধ্যয়ন পুর্বক সবকটি পরীক্ষায় ১ম শ্রেনী ও বোর্ড স্টাইপেন্ট সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পরবর্তীতে তিনি সাউথিষ্ট ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ-বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। কামিল পরীক্ষার তিনদিন পরই ১৯৯৬ সালের ১ আগষ্ট হতে তিনি চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় সহকারী মাওলানা পদে শিক্ষকতায় সুনাম অর্জন করে ২০০০ সালের ১ ফেব্রুয়ারী চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় প্রভাষক পদে পদোন্নতি লাভকরেন। তাছাড়া তিনি দক্ষিণ চট্টগ্রামে শিক্ষকতায়, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দক্ষতায়, দ্বীন প্রচার ও প্রসারে সুবক্তা হিসেবে বিশেষ অবদানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারক লাভ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com