জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া মধ্যে পাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক কুলিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলহাজ্ব আয়েজ উদ্দিন(৬৮) গত ৩ ডিসেম্বর রবিবার বেলা ১টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি বেশ কিছু দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছে(৬৮) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি,নাতনীসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। গত ৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টার দিকে তার জানাজা নামাজ কুলিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ৯০ এর গণ-অভ্যুত্থানের সাবেক সফল ছাত্র নেতা মেলান্দহ উপজেলা বি এন পির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বি এন পির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আতিক উল্লাহ, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম জাবেদ আলী, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, কুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান সুরুজ, আলেয়া আজম কলেজের অধ্যক্ষ মীর সরোয়ার কবীর রুহেল,আলেয়া আজম কলেজের অধ্যাপক এম এ মান্নান, টনকী জোবায়দা জবাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান মুক্তা, কুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আল আমিন, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বি এন পির সদস্য জাকির হোসেন, মিজানুর রহমান মজনু, জিসানুর রহমান জিসান, মেলান্দহ উপজেলা কৃষক দলের সাধারণত সম্পাদক শাহজামাল মেম্বার, মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাছান, ডাঃ হানিফ উদ্দিন, মোঃ বেলাল উদ্দিন, ডাঃ ইনছান আলী ফটিক, কুলিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল করিম,মোঃ আমিমুল ইসলাম মাষ্টার, মরহুমের বড় ছেলে মোঃ আনোয়ার হোসেন, হামিদুর রহমান সাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, যুবদলের আহবায়ক মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবুল মিয়া প্রমুখ। শোক প্রস্তাব সভা পরিচালনা করেন কুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান কাদা। শোক প্রস্তাব সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।