সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে তিনদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক জহুরুল ইসলামের(২৭) মরদেহ তিন দিন পর ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভারতের গোয়ালপুর থানা পুলিশ ও বিএসএফ এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়া?হিদ। এরআগে সোমবার ভোররাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশী একদল যুবক গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়। গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়। নিহতরা হলেন আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম(২৭) ও একই গ্রামের মোখলেছুর রহমান। এসময় গুলিবিদ্ধ মোখলেছুর রহমান প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দেয়।পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গি সীমান্তের স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ আহত অবস্থায় ভারতের সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com